বিএনএ, বিশ্ব ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব অ্যাডিনবার্গ প্রিন্স ফিলিপ মহামারি করোনার টিকা নিয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) বেকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রাজ পরিবারের একজন চিকিৎসকের কাছ থেকে করোনার টিকা প্রথম ডোজ গ্রহণ করেন তারা।
লকডাউন শুরু হলে ৯৪ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী ফিলিপ উইল্ডসর প্যালেসে থাকছেন। বৈশ্বিক এই মহামারি থেকে রক্ষার্থে যুক্তরাজ্যের ১০ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনার ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি