বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়কে গোলাগুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবক ডাকাত দলের সদস্য। ডাকাতির সময় পুলিশ তাদের ঘিরে ফেলায় নিজ দলের সদস্যদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়ে ওই যুবক নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত মো. রাশেদ (২৬) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি গ্রামের বাদশা আলমের ছেলে।ঘটনাস্থল থেকে পুলিশ দুটি রামদা ও একটি লোহার পাইপ উদ্ধার করেছে। রাশেদের পকেট থেকে চারটি মুঠোফোন ও ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. নুরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ব্যক্তিগত গাড়িতে ব্যবসায়িক কাজে চট্টগ্রাম নগরীতে যাবার পথে মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তি ডাকাতদলের কবলে পড়েন। পন্থিছিলা এলাকায় মহাসড়কে প্রথমে তাকে আক্রমণ করে তার গাড়ি থামানো হয়। এরপর তাকে নামিয়ে টাকা ও মোবাইল কেড়ে নেয় ডাকাত দলের সদস্যরা। নুরুজ্জামান ও গাড়িতে থাকা তার এক বন্ধু এসময় চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন জড়ো হয়। খবর পেয়ে টহল পুলিশ এগিয়ে গিয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, পুলিশ যখন তাদের ঘিরে ফেলে, তখন ডাকাতদলের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে একেকজন একেকদিকে পালানোর চেষ্টা করে। তাদেরই ছোঁড়া গুলিতে রাশেদ আহত হয়। তার উরুতে গুলিবিদ্ধ হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী