18 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » শুধু ভারত নয়- চীন, রাশিয়া, আমেরিকাও দখল হবে!

শুধু ভারত নয়- চীন, রাশিয়া, আমেরিকাও দখল হবে!


বিএনএ ডেস্ক : ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। অনেকেই এটিকে ২১ এর মোদী-বিরোধী বিক্ষোভ বলে আখ্যায়িত করেছেন।

YouTube player

গুজরাট সহিংসতা, বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং হিন্দুবাদী দৃষ্টিভঙ্গির জন্য মোদীকে অভিযুক্ত করে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে আসছিল হেফাজতে ইসলাম ও এর সমর্থক গোষ্ঠীরা। সেদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সময়, বর্তমানে ইন্টারনেটে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটক করলেও কয়েক ঘণ্টার মধ্যে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপরই তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন।

পরবর্তীতে ওই বছরের ৭ এপ্রিল ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‍্যাব গ্রেপ্তার করে। এরপর দীর্ঘদিন তাকে কারাগারে থাকতে হয়।

জুলাই- আগষ্ট বিপ্লব পরবর্তীতে হেফাজত ইসলামী নেতা মওলানা রফিকুল ইসলাম মাদানী, আবার তার স্বভাবসুলভ ভঙ্গিতে ফিরে এসেছেন। সম্প্রতি ভারত- বাংলাদেশের উত্তেজনার মধ্যে বলতে শুনা যায়, তার দুই মাস বয়সী শিশুকে জেহাদে পাঠাতে তিনি প্রস্তুত। মুসলমানরা পুরো পৃথিবী শাসন করবে; ভারত, চীন রাশিয়া, আমেরিকা দখল করে নিবে।

শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলামের কণ্ঠ, শারীরিক গঠন ও মুখাবয়বের কারণে তাকে কম বয়সী ছেলেদের মতো মনে হলেও; তার বয়স এখন ৩০ বছর। তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ১৯৯৪ সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম। জানা গেছে, রফিকুল ইসলামের চার ভাই ও তিন বোন।

তিনি নেত্রকোনার একটি মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশুনা করেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় আসেন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে তিনি চলে যান গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি মাস্টার্স সমমানের দাওরায়ে হাদিস পাশ করেন।

রফিকুল ইসলামের, নামের সঙ্গে মাদানী টাইটেল নিয়েও বিতর্ক ছড়িয়েছে। নামের শেষে মাদানী টাইটেল লাগানোর ঘটনায় তাকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তার নামও রফিকুল ইসলাম।

লিগ্যাল নোটিশে বলা হয়, সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা না করেও ‘মাদানী’ উপাধি ব্যবহার করছেন রফিকুল ইসলাম।

লিগ্যাল নোটিশ পাঠানোর পরে একটি অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, মদিনা থেকে পড়াশুনা করলেই যে শুধু ‘মাদানি‘ উপাধি ব্যবহার করা যাবে বিষয়টি সে রকম নয়।

ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভের পর তিনি নামের শেষে ‘মাদানী’ টাইটেল যুক্ত করেন।

বিএনএ নিউজ ২৪.,সৈয়দ সাকিব/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ