18 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত


বিএনএ ডেস্ক : তিন বছর ধরে চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ পরিসংখ্যানের কথা স্বীকার করেছেন।

তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আরও পৌনে চার লাখ সেনা আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলেও উল্লেখ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে ১ লাখ ৯৮ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ