18 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণ

ঢাকা:  রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মধ্য বাড্ডায় ইউনিক পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মো. আবুল হোসেন (৪৬) নামের এক বাইসাইকেল চালক নিহত হন। রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হোসেন নোয়াখালীর সেনবাগের মৃত মাখন মিয়ার ছেলে। তিনি গুলশান এলাকায় একটি বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করতেন । বর্তমানে মধ্য বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের মেয়ে সাথী আক্তার জানান, আমার বাবা গুলশান এলাকায় একটি বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। রাতে মধ্য বাড্ডা থেকে বাইসাইকেল চালিয়ে লিংক রোড যাওয়ার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আমার বাবা গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানার পুলিশকে জানিয়েছি।

অপরদিকে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক শাকিল  গুরুতর আহত অবস্থায় মিরপুর ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মোটরসাইকেল আরোহী আই এফ রহমান আদি জানান, রোববার রাত দশটার দিকে কারওয়ান বাজার এলাকা দিয়ে আমার বন্ধু শাকিল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা পরিচয় এক বৃদ্ধের সঙ্গে ধাক্কা লাগে।

এতে বৃদ্ধ লোকটি পড়ে যায় এবং গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা  শেষে রাত ১১ টার দিকে ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার এলাকা থেকে মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত অবস্থায় এক বৃদ্ধ কে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । নিহতের পরনে চেক লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। এই ঘটনায় আদিকে আটক করে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪,  আহা, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ