22 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » স্পর্শিয়ার মরণোত্তর দেহদান!

স্পর্শিয়ার মরণোত্তর দেহদান!


বিএনএ, ঢাকা:  ‘আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। ’

শুক্রবার(৮ ডিসেম্বর) ৩০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এমন ঘোষণাই দিলেন  অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া ।  ‘মরণোত্তর দেহদান’ করার ইচ্ছা পোষণ করেন তিনি ।

দেহদান প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘দেখুন এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে?

জানা গেছে, এরমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

অর্চিতা স্পর্শিয়া শুরু থেকেই বেশ আলাদা। অভিনয়ের বাইরে কাজ করেন ফ্যাশন আর পথশিশুদের নিয়ে। মিডিয়ায় পা রাখেন ২০১১ সালে। শুরুতেই একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

স্পর্শিয়া  মনে করেন, তিনি সোশ্যাল হ্যান্ডেলে অ্যাকটিভ নন বলে অনেকেই ভাবছেন হারিয়ে গেছেন। কিন্তু না। তিনি ঠিকই কাজ করছেন। নির্বাচনের পর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘সুস্বাগতম’।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ