34 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে দুর্নীতিবিরোধী দিবস পালিত

চন্দনাইশে দুর্নীতিবিরোধী দিবস পালিত

চন্দনাইশে দূর্নীতিবিরোধী দিবস পালিত

বিএনএ,চন্দনাইশ : অন্যান্য স্থানের মত চন্দনাইশেও শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ পালন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি সম্পন্ন হয়। এবারের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”। সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিববউল্লাহ, এস আই ইখতিয়ার হোসেন, অধ্যাপক মো. ইয়াকুব, ডা.সজীব দেবনাথ, ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন। এতে আলোচকরা বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করছে। দুর্নীতি দমন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এ কাজ শুধু সরকারের নয়, সকল নাগরিকের।

বিএনএ/ মোঃ আবু তাহের/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ