29 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল হাসিব নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বালুরচর এলাকায় বনভোজনের বাস ও মোটর সাইকেল চালকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত আবদুল্লাহ আল হাসিব বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে। সে কাপ্তাই  ইউনিয়নের ফরেস্ট কলোনীর এলাকার মোঃ মাহবুব রহমানের ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন, নিহত যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ