15 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু সকাল ১১টায়: মোশাররফ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু সকাল ১১টায়: মোশাররফ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু সকাল ১১টায়: মোশাররফ

বিএনএ: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ গোলাপবাগ মাঠে শুরু হবে শনিবার সকাল ১১টায়। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

খন্দকার মোশাররফ জানান, ১০ ডিসেম্বরের গণসমাবেশ থেকে সরকার পতনের ১০ দফা কর্মসূচী ঘোষণা করা হবে। বলেন, গণসমাবেশ ব্যহত করতে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, এই সমাবেশ জনগণের অধিকার আদায়ের। এই সমাবেশ জনগণের। ফলে এ সমাবেশ থেকে পিঁছিয়ে আসার কোনো সুযোগ নেই।

এর আগে ‍দুপুরে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, গোলাপবাগ মাঠে সমাবেশ করতে ডিএমপি অনুমতি দিয়েছে। দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে গোলাপবাগ মাঠে গণসমাবেশ হবে।

ডা. জাহিদ হোসেন জানান, গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

দুপুরে গোলাপবাগ মাঠ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বিএনপির আবেদনের প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ