বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস ও শিল্পকলা ভবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, অন্তত ৪টি ককটেলের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু নিরাপত্তার খাতিরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান নেয়। এরপর পুলিশের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
তিনি আরও জানান, পুলিশ দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, বৃহস্পতিবার রাতে আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে বিএনপি-আওয়ামী লীগ পৃথকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। তবে হঠাৎ করে শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশকে ঘিরে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে তারাই আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনা ঘটিয়েছে।
বিএনএ/আতিক,এমএফ