24 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাংকার্স ভয়েস : চট্টগ্রাম ও সিলেট বিভাগের অডিশন স্থগিত

ব্যাংকার্স ভয়েস : চট্টগ্রাম ও সিলেট বিভাগের অডিশন স্থগিত

ব্যাংকার্স ভয়েস 2021

মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ ২০২১ এর আগামীকাল শুক্রবার(১০ডিসেম্বর)  চট্টগ্রাম বিভাগে ও শনিবার(১১ডিসেম্বর) সিলেট বিভাগে যে অডিশন হবার কথা ছিল তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শুক্রবার(৯ডিসেম্বর) উদ্যেক্তা সংগঠন কিংবদন্তি মিডিয়ার পক্ষ হতে জানানো হয়, কয়েকদিনের মধ্যে এ দু’বিভাগের নতুন অডিশন সিডিউল ঘোষণা করা হবে। এ জন্য সংগঠনের পক্ষ হতে সকল আগ্রহী অংশগ্রহণকারীদের নিকট আন্তরিকভাবে দু:খ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে যে কোন তথ্য জানতে কল করুন- 01787722991
প্রোজেক্ট কো-অর্ডিনেটর (শাহারিয়ার নুর, তাহমিদ আরিফ শোভন)।

বিএনএনিউজ২৪,ওয়াই এইচ,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ