24 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » রেলগেটে দুর্ঘটনা : বাস চালক গ্রেপ্তার

রেলগেটে দুর্ঘটনা : বাস চালক গ্রেপ্তার

রেলগেটে দুর্ঘটনা : বাস চালক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : নগরীর ঝাউতলা রেলগেটে বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাস চালক শহীদুল আলম(৪৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ৮ ডিসেম্বর) গভীর রাতে মিরসরাই উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এর আগে ৫ ডিসেম্বর সন্ধ্যায় পাহাড়তলী এলাকা থেকে ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে গ্রেপ্তার করে  আদালতে চালান দেয়া হয়।

উল্লেখ্য, (৪ ডিসেম্বর) নগরের ঝাউতলা এলাকায় রেলগেটে ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ও রেলওয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। একইদিন রাতে রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাসচালকের নাম উল্লেখ করে মামলা করেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ