18 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হয় শিশু কামাল।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী উপ-পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রথম দুদিন চশমা খাল ও এর সঙ্গে যুক্ত নালায় খোঁজ করা হয়েছিল। কিন্তু সেখানে শিশু কামালকে পাওয়া যায়নি। এ জন্য আজ (বৃহস্পতিবার) সকালে মির্জা খালে উদ্ধার অভিযান করা হয়। বেলা ১১ টা ৫৫ মিনিটে মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বন্ধু রাকিবের সাথে খেলতে গিয়ে গত ৬ ডিসেম্বর বিকালে নালায় পড়ে যায় মো. কামাল (১২)। এরপর থেকে নিখোঁজ ছিল মা হারা এ শিশুটি। পরদিন মঙ্গলবার দুপুর তিনটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এছাড়া গত ২৫ আগস্ট ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি। এছাড়া চলতি বছরের ৩০ জুনও ষোলশহর চশমা হিল এলাকায় নালায় পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ