20.7 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সময় বাড়ল স্কুলে ভর্তির আবেদনের

সময় বাড়ল স্কুলে ভর্তির আবেদনের

খুলছে না প্রাথমিক বিদ্যালয়, ক্লাস চলবে অনলাইনে

বিএনএ, ঢাকা : ২০২২ শিক্ষাবর্ষে স্কুলগুলোতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।  এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সময় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মাউশির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বছরের স্কুল ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সরকারি স্কুলের অনলাইন আবেদন আগামী ১০ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে এবং বেসরকারি স্কুলের আবেদন ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত করা যাবে।

সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে আয়োজন করা হবে।

বলা হয়, অভিভাবকদের দাবির প্রেক্ষিতে স্কুল ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে অনলাইন ভর্তি আবেদন ফরমে পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা মোবাইল নাম্বার যেকোনো একটি যুক্ত করে আবেদন করা যাবে।
এর আগে গেল ২৫ নভেম্বর থেকে সারাদেশের স্কুল ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ