20 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলে রাব্বি

নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলে রাব্বি

নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলে রাব্বি

বিএনএ, স্পোর্টস ডেস্ক :  পারিবারিক কারণে ছুটি নেওয়ায় নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান । তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ফজলে রাব্বি।  বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করে।

৩৩ বছর বয়সী রাব্বী দেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ২০১৮ সালের অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওয়ানডেতেই শূন্য রানে আউট হন তিনি। এরপর বাদ পড়ে যান।

তবে সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাব্বী। বরিশাল বিভাগের হয়ে ৬০.৩০ গড়ে করেছেন ৬০৩ রান।

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শুরু হবে নতুন বছরের প্রথম দিন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বী, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ