23 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া এলাকার বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত জুবায়েরের বাড়ি পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান,  আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে রামপুরার চৌধুরীপাড়া ১৯০/বি তাহেরুল ভিলার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তারকে জানালার গ্রিলের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান স্বামী-স্ত্রী কেউ আর বেঁচে নেই।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করে তারা। স্বামী মোটরসাইকেল মেকানিকের একটি গ্যারেজের মালিক ছিল। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকত। আমাদের ধারণা পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। স্ত্রী হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে কিনা সেই বিষয়টি নিয়ে রহস্যজনক রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ