24 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। ফিফটি করে বাংলাদেশকে পথও দেখাচ্ছিলেন তিনি। কিন্তু ৪১ ওভারের ‍দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে লং অফে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাতে ৭৬ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে।

সঙ্গে বাংলাদেশের ইনিংসেরও গতিপথ ঘুরে যায়। কেননা তার আউটের দুই বল পরেই আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নানগেওয়ালি খারোতেকে ছক্কা হাঁকাতে গিয়ে জীবন দিয়ে আসেন মাহমুদ উল্লাহ রিয়াদও। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ২২০ রান করতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ। অথচ, শান্ত ব্যাটিংয়ে থাকা অবস্থায় ২৫০ রান পেরিয়ে আরও বড় লক্ষ্যে চোখ ছিল বাংলাদেশের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৬ ‍উইকেটে ১৯০ রান। ২ রান করা নাসুম আহমেদের সঙ্গে অপরাজিত আছেন ৩ রান করা অভিষিক্ত জাকের আলি অনিক। এর আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২২ রানে আউট হয়ে যান তানজিদ হাসান হৃদয়। বাঁহাতি ওপেনারের আউটের পর থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সৌম্য (৩৫) ও মিরাজ (২২)।

পরে ১১ রান করে দ্রুত ফেরেন তাওহিদ হৃদয়ও। সতীর্থরা আসা-যাওয়া করলেও এক প্রান্ত আগলে রেখে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত। দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে ৭১ রানের বিপরীতে তৃতীয় উইকেটে মিরাজের সঙ্গে ৫৩ রানের জুটিও গড়েন তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ