14 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ইউনূস-আসিফসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ সিলেটের সাবেক মেয়রের

ইউনূস-আসিফসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ সিলেটের সাবেক মেয়রের

ইউনূস-আসিফসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ সিলেটের সাবেক মেয়রের

বিএনএ, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সৈয়দা রিজওয়ানা হাসান, আব্দুল হান্নান মাসউদ ও হাসনাত আব্দুল্লাহ সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

অভিযোগে বলা হয়, গত ৫-৮ আগস্ট পর্যন্ত ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ করেছে অভিযুক্তরা।

ড. ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি প্রথম অভিযোগ করলাম। আরও প্রায় ১৫ হাজার ভিক্টিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন।

বিএনএনিউজ/ বিএম/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ