17 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার আর নেই

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার আর নেই

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার আর নেই

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীর বীর মুক্তিযোদ্ধা নাট্যকার হামিদুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৭ মেয়ে, নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী কোরবান আলী সিকদার বাড়িতে এ গুণীর জন্ম। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বহু নাটক রচনা ও মঞ্চস্থ করেছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আজ রাত ১০টায় পশ্চিম সারোয়াতলী সিকদার বাড়ি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ