19 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » যানজট নিরসনে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার দাবি নিসআ

যানজট নিরসনে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার দাবি নিসআ

যানজট নিরসনে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার দাবি: নিসআ

বিএনএ,ঢাকা : যানজট নিরসনে রাজধানীর সড়ক ও ফুটপাতগুলোকে দখলমুক্ত করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন– (নিসআ)।

শনিবার(৯ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে নিসআ ও ছাত্র-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, আরিয়ান আজিজ, নাইম আল ইসলাম, সাইদুল ইসলাম সজল, আবদুর রহিম রিপন, হাসিবুল হাসান সাইফ প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৮ সাল থেকেই আমরা নিরাপদ সড়ক আন্দোলনের একটা প্লাটফর্ম গড়ে তুলি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। গণঅভ্যুত্থানের পর থেকে সড়ক ব্যবস্থায় রাষ্ট্রের যেসব ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করছি। ঢাকার যানজটের অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল। শুধু দিনে নয় রাতেও সড়কের যানজট থাকছে। প্রতিরাতে দক্ষিণ ঢাকার কাপ্তান বাজার দখল করে অবৈধভাবে মুরগির ব্যবসা চালাচ্ছে একটি সিন্ডিকেট। এর ফলে চিটাগাং থেকে ঢাকামুখী গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলো যানজটে পড়ছে। এতে জনদুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এই পথ দিয়ে রাতের বেলা চলাচল করতে পারে না। বিভিন্ন হয়রানির শিকার হয়।

তারা আরও বলেন, এজন্য আমরা গত ১৫ অক্টোবর এই এলাকায় বিক্ষোভ সমাবেশ করি। যাতে অবৈধ দখলদার থেকে সড়ক মুক্ত করা হয়। এরপর আমরা ধারাবাহিকভাবে প্রশাসনিক সেক্টরগুলো এই বিষয়টি অবগত করি এবং গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর পুলিশ, সেনাবাহিনী ও ছাত্র প্রতিনিধিরা যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ বাজার উচ্ছেদ করি। কিন্তু ১ নভেম্বরের পর থেকে সড়কে নতুন করে অবৈধভাবে মুরগির বাজার বসিয়ে চাঁদা তুলছে। চাঁদা তোলার মূলে রয়েছে নিয়াজ মোর্শেদ জুম্মন, নূর ইসলাম, লাল মিয়াসহ আরও কয়েক ব্যক্তি। তাদের নির্দিষ্ট কোনো দলের রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। তবে তাদের পেছনে রাজনৈতিক দলের মদদ থাকতে পারে বলে আশঙ্কা করছি। তারা প্রতিরাতে প্রায় সাড়ে ১২ লাখ টাকা চাঁদা তোলেন।

সড়ক দখল মুক্ত রাখতে সড়ক পরিবহন উপদেষ্টাকে লিখিত জানিয়েছি। শুধু কাপ্তান বাজার নয়, যাত্রাবাড়ী, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে হবে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ