25 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আবারও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ

আবারও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ

আবারওগাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ

 বিএনএ,ঢাকা : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মহানগরীর মালেকের বাড়ী এলাকার টি এন জে অ্যাপারেলস্ লিমিটেড শিল্প কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে । এ সময় শ্রমিকরা ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতি দেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আন্দোলন শুরু করেন।

শ্রমিক সূত্রে জানা যায়, দুপুরে গাজীপুর কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে কারখানার ভেতর আন্দোলন করেন।

মহানগরীর বোর্ডবাজার এলাকায় এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েও শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে রাখেন।

এতে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলরত নানা শ্রেণি-পেশার মানুষ।

অপরদিকে মহানগরীর কোনাবাড়ীর বিসিক শিল্পনগরী এলাকার লাইফ ট্যাক্স মিলিটেড নামে কারখানার শ্রমিকরা ৩৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এতে আশপাশের সচল কারখানাগুলোতেও অনেকটাই উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। তারা মহাসড়ক অবরোধ করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ