বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি মন্তব্য করেছেন, যদি বাইডেন আগে থেকেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেন, তবে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রার্থী বাছাই করতে পারত।
৭ নভেম্বর ২০২৪ নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেলোসি আরও বলেন, বাইডেন যদি আগেই নির্বাচন থেকে সরে দাঁড়াতেন, তবে ডেমোক্রেটিক পার্টির কাছে আরও সম্ভাব্য প্রার্থী থাকত। এএফপি এই খবরটি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস-এর বরাত দিয়ে।
সাক্ষাৎকারে পেলোসি উল্লেখ করেন, “বাইডেন সরে দাঁড়ালে প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা হতো, যা ডেমোক্রেটিক পার্টিকে আরো শক্তিশালী করতে পারত।” বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রার্থী বাছাইয়ের জন্য সাধারণত কয়েক মাসের প্রচার ও বিতর্ক চলে। কিন্তু বাইডেন পুনরায় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাননি। নির্বাচনের চার মাস আগে ট্রাম্পের সাথে বিতর্কে সমালোচিত হওয়ার পর বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বাইডেনের সরে দাঁড়ানোর পরপরই ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে মনোনীত করে। পেলোসি মন্তব্য করেন, “কমলা হ্যারিসের মধ্যে মানুষের আশা তৈরির ক্ষমতা আছে। তবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হলে তিনি হয়তো আরও শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে আসতেন।”
পেলোসি মনে করেন, যদি ডেমোক্রেটিক পার্টি আগেই প্রার্থী বাছাইয়ের জন্য যথাযথ প্রতিযোগিতার সুযোগ পেত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
বিএেএনিউজ২৪, এসজিএন