বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। কিউইদের সেমিতে খেলা এখন অনেকটাই নিশ্চিত।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ৪৬.৪ ওভারের খেলা শেষে ১৭১ রানের মাথায় অলআউট হয়ে যায় শ্রীলংকা।
নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। এছাড়া লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। ১ উইকেট তোলেন টিম সাউদি।
জবাব দিতে নেমে লংকানদের ১৭১ রানের অল্প পুঁজিকে যেন এক ফুঁ দিয়েই উড়িয়ে দিতে চাইল নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নামা দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। শুরু থেকেই লংকান বোলারদের ওপর চড়াও ছিলেন দুজন। মারমুখি ব্যাটিংয়ে দ্রুতগতিতে দলের বোর্ডে রান তুলতে থাকেন কনওয়ে এবং রাচিন।
উদ্বোধনী জুটি ভেঙেছে ৮৬ রানের মাথায়। ৪২ বলে ৪৫ রানের ইনিংস খেলে আউট হন কনওয়ে। রাচিনও থেমেছেন ফিফটির আগেই। দলের ৯৩ রানের মাথায় ৩৪ বলে ৪২ রান করে আউট হয়ে যান রাচিন রবীন্দ্র। তবে দল জেতার অল্প কিছুক্ষণ আগে আউট হন মিচেল। ৩১ বলে ৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন তিনি। জয়ের বাকি কাজটা সেরেছেন গ্লেন ফিলিপস। ১০ বলে ১৭ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। ১৬০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
শ্রীলংকার হয়ে ২ উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া ১টি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং দুশমন্থ চামিরা।
এই জয়ের ফলে টেবিলের ৪ নম্বরে থাকল নিউজিল্যান্ড। পাকিস্তান অথবা আফগানিস্তান খুব বিশাল কোনো ব্যবধানে না জিতলে সেমিতে যাচ্ছে কিউইরাই।
বিএনএ/ ওজি