14 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত


বিএনএ, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর দিয়াড় মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সামিউল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকালে সীমান্তে এ ঘটনা ঘটে।

 

গোদাগাড়ীর ৯নং চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সমিরুল ওরফে সামিউল বৃহস্পতিবার সকালে ডিএমসি সীমান্তের ৫নং সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই সমিরুল নিহত হয়।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কিশোর সমিরুল ওরফে সামিউলের লাশ বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন বলে তিনি খবর পেয়েছেন। আইন অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ