16 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৯ জনের রায় আজ

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৯ জনের রায় আজ

মানবতাবিরোধী- ট্রাইব্যুনাল

বিএনএ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামসহ বাগেরহাটের নয়জনের রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রায় ঘোষণা করবেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এর আগে গত মঙ্গলবার মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণের জন্য কার্যতালিকায় ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা ইয়াসমিন মুন্নি জানান, গত ৭ আগস্ট শুনানি শেষে মামলাটি সিএভি রাখা হয়। পরে সেটি মঙ্গলবারের আদালতের কার্যতালিকায় ছিল৷ সেদিন আদালত রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেন।

মামলাটিতে মোট আসামি নয়জন। তাদের মধ্যে ছয়জন পলাতক। এছাড়া খান আকরাম হোসেন, ইদ্রিস আলী মোল্লা, শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি আছেন। আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ