22 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কাভার্ড ভ্যানের নিচে প্রাইভেট কার, একজনের মৃত্যু

কাভার্ড ভ্যানের নিচে প্রাইভেট কার, একজনের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়েছে । প্রাইভেটকারের থাকা একজন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানচালক এ ঘটনার পর পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নাম – পরিচয় এখনো জানা যায়নি।

বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ