বিএনএ, গাজীপুর: গাজীপুরে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে একশ টাকা জমা দিয়ে কোন প্রকার তদবির ছাড়াই পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) চাকরি পেয়েছেন ৭১ যুবক। চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।মঙ্গলবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয় এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ লাইনস মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে গাজীপুর জেলা ও মহানগর থেকে অনলাইনে ২ হাজার ৮৪০ জন চাকুরি প্রার্থী একশত টাকা করে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে আবেদন করেন। নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম শেষে ৫৮৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লিখিত পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়। পরে তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী মোট ৭১ জনকে (সাধারণ-৫২, মুক্তিযোদ্ধা-১২, আনসার ও ভিডিপি-১ এবং পোষ্য-৬ জন) চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বিএনএ/এম. এস. রুকন,ওজি