18 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে হানিফ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামে হানিফ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় ছুরিকাঘাতে হানিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারে অভিযান চলেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও রোকসানা বেগম (৩৬)। তারা দুইজন ওই এলাকার বাসিন্দা। এরমধ্যে রোকসানা সম্পর্কে নিহতের খালা। নুরুল ইসলাম মামলার সাত ও রোকসানা বেগম নয় নম্বর আসামি।

ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, হানিফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলওয়ে আমবাগান এলাকার একটি মাঠে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে হানিফ (২২) নামে এক তরুণ খুন হন। নিহত হানিফ ওই এলাকার আলাউদ্দীনের ছেলে। একই ঘটনায় নিহতের ভাই অনিকও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ