বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মাঝিরঘাটে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, মাঝিরঘাটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে। গোডাউনে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
প্রাথমিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
বিএনএনিউজ/এইচ.এম।