25 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home »  সাতকানিয়ায় পূজায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

 সাতকানিয়ায় পূজায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় মামার বাড়িতে পূজার অনুষ্ঠানে গুলিবদ্ধ যুবক পঙ্কজ তালুকদার মারা গেছে। সোমবার(৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  তার  মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

,জানা গেছে, সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ। সেখানেই গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সোমবার দিবাগত রাতে মারা যান তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ