22 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের তামিলনাড়ুতে প্রবল বর্ষণ, বন্যায় নিহত ৪

ভারতের তামিলনাড়ুতে প্রবল বর্ষণ, বন্যায় নিহত ৪

ভারত

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু। সেখানে শনিবার থেকে একটানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চারজন প্রাণ হারিয়েছেন। চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি ভাষ্যের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ৭০টি বাড়ি এবং ২৬৩টি মতো কুঁড়ে ঘর ভেঙে গেছে। ১ হাজার ৪শ’র বেশি মানুষকে ত্রাণশিবিরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। এতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল থেকেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর ৩৬টি জেলায়। প্লাবিত হয় একাধিক এলাকা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট‌টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামেনি সোমবারেও। মেরিনা ব্রিজসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উপড়ে পড়েছে প্রচুর গাছ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ছয় বছরে এ রকম বৃষ্টিপাত হয়নি এই রাজ্যে। বৃষ্টিপাতের কারণ হিসেবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপকে দায়ী করছেন তারা।

বৃষ্টিপাতের কারণে জনজীবন প্রায় স্থবির। বন্ধ রাখা হয়েছে তিরুভাল্লুর, চেঙ্গলপাটটু ও কাঞ্চিপুরমের সব স্কুল-কলেজ। জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও। বেসরকারি কর্মীদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তারা যেন বাড়ি থেকে কাজ করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র