বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল ইন রোভার সহচরদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় কলেজ রোভার ডেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজ রোভার গ্রুপ সম্পাদক সুব্রত চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক জামাল আহমদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) অর্থ সম্পাদক, প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএল মাকসুদা ইয়াসমিন, কলেজ শিক্ষক ও প্রাক্তন এসআরএম রনি বিশ্বাস, চট্টগ্রামের বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. পারভেজ সরকার পাভেল, চট্টগ্রাম জেলা রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. জাহেদ মিয়া।
বক্তারা বলেন, আদর্শ জাতি গঠনে রোভার স্কাউটটের ভূমিকা অপরিসীম। আজকের নবীনরাই এই দেশকে উন্নত ও সম্মৃদ্ধ হিসেবে গড়ে তুলবে।
এতে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র রোভার মেট আবু কাইয়ুম, নয়ন দাশ, সিনিয়র রোভার মেট সাজ্জাদ হোসেন ইমন, হৃদিতা শীল, আরএম পাভেল মহাজন, আবু নাঈম, জয়ন্ত দে, পুষ্পিতা, আবেদা সুলতানা, সিমলা শীল, নুরুদ্দিন, সৌরভ দত্ত, হৃদয় নাথ, অর্ক চৌধুরী, মিশু, জেসমিন, রায়হান, মনিষা মহাজন প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ