16 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কাজী ফার্মসকে ৫ কোটি, সাগুনা ফুডকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

কাজী ফার্মসকে ৫ কোটি, সাগুনা ফুডকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

বয়লার মুরগি

বিএনএ, ঢাকা : কারসাজির মাধ্যমে ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির দায়ে কাজী ফার্মস লিমিটেড ও সাগুনা ফুড এন্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত দুটি মামলার রায় দেওয়া হয়।

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৫ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গিয়েছে কাজী ফার্মস ও সাগুনা ফুডের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে কমিশন তাদের বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করে। এম মধ্যে কাজী ফার্মসকে জরিমানা করা হয়েছে ৫ কোটি এবং সাগুনা ফুড এন্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা।

প্রতিযোগিতা আইনের ১৫ ধারায় বলা হয়, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, মজুত বা অধিগ্রহণে কোনো চুক্তি বা যোগসাজশ করতে পারবেন না, যা প্রতিযোগিতার ওপর বিরূপ প্রভাব ফেলবে বা বাজারে একচেটিয়া প্রভাব তৈরি করবে।

প্রদীপ রঞ্জন চক্রবর্তী আরও বলেন, কোম্পানিগুলোকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা প্রদান করতে হবে। অন্যথায় জরিমানার সাথে প্রতিদিন ১ লাখ টাকা করে কমিশন যুক্ত হবে। তবে কোম্পানি দুটি চাইলে এই রায়ের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করতে পারবে বলেও জানা তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ