19 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ১


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে। এই ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর কেওয়াখালী রেলক্রসিং এলাকায় এই ঘটনা  ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এ একটি ট্রাক লাইনের উপরে উঠে পড়ে। এসময় ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এই ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক বলেন, এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও দু’জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মোডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিএনএ/ হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ