24 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় ৯১ শিশু নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৯১ শিশু নিহত


বিএনএ, বিশ্ব : ইসরায়েল এবং ফিলিস্তিন হামলা -পাল্টা হামলায়  ৯১ ফিলিস্তিনি  শিশু নিহত হয়েছে। সোমবার(৯ অক্টোবর)  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৩০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ৯১টি শিশু রয়েছে। , ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটটি পরিবারের সব সদস্য।

গত ১৫ বছরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন।

এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজায় অন্তত ১ লাখ ২৩ হাজার ৫৩৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ