বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। জেনারেল সের্গেই সুরোভিকিনকে চলমান যুদ্ধে কমান্ডার হিসেবে দিয়েছে পুতিন প্রশাসন। খবর: বিবিসির।
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃত্তিতে জানিয়েছে, জেনারেল সের্গেই সুরোভিকিনকে ‘বিশেষ সামরিক অভিযানের এলাকায় বাহিনীর যৌথ গ্রুপিং কমান্ডার’ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সাইবেরিয়ার নভোসিবিরস্কে জন্মগ্রহণ করা ৫৫-বছর-বয়সী জেনারেল সের্গেই সুরোভিকিনের নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।
এখন পর্যন্ত সুরোভিকিন ইউক্রেনের ‘দক্ষিণ’ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।