বিএনএ ঢাকা: রাজধানীর গাবতলীর কয়লাঘাট এলাকায় তুরাগ নদে যাত্রীবাহি ট্রলারডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।এছাড়া ৮ জনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী পারাপারের সময় শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে কয়লারঘাট এলাকার ল্যান্ডিং স্টেশনের সামনে ট্রলারটি ডুবে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাসার জানিয়েছেন, আমিনবাজার থেকে ১৮ যাত্রী একটি কাঠের নৌকায় করে গাবতলী যাচ্ছিলেন। তাদের বেশির ভাগই দিনমজুর। মাঝপথে তুরাগ নদে নৌকাটি ডুবে গেলে ১১ জন সাতরে পাড়ে চলে আসেন।
তিনি আরও বলেন, ঘটনাটি ভোরে ঘটলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটে। ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাটি কেন ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান আবুল বাশার।
বিএনএনিউজ/আরকেসি