বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে বাসের ধাক্কায় হালিমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) ভোরের দিকে কলমিলতা মার্কেট কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হালিমার ভাই মুসা খান জানান, আমার বোন শুক্রবার বাসা থেকে বের হন। পরে আর বাসায় না ফিরলে খবর পাই, আমার বোন তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে এসে দেখতে পাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।তিনি আরও জানান, নিহত হালিমা বেগম পটুয়াখালী সদর উপজেলার বদরী গ্রামের হারুন মুহুরির স্ত্রী। তিনি উত্তর গোড়ান এলাকায় মেয়ের বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।