Bnanews24.com
Home » আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম সব খবর

আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামের ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বারশত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুই শিশু হলো স্থানীয় মোহাম্মদ ফোরকানের ছেলে মো: আদনান (৩) এবং ওই বাড়ির ভাড়াটিয়া ওয়াইজ উদ্দিনের ১৫ মাসের মেয়ে উম্মে হাবিবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অগোচরে তারা খেলতে বের হয়।পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি