Bnanews24.com
Home » ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ (৯ সেপ্টেম্বর ২০২২)
টপ নিউজ সব খবর স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ (৯ সেপ্টেম্বর ২০২২)

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় কম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে পাঁচ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ৯৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৬৩ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩২ জন। মারা গেছেন ৩১ জন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বিএনএ/এমএফ