Bnanews24.com
Home » পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
টপ নিউজ সব খবর সারাদেশ

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

বিএনএ, পাবনা: পাবনায় সায়দার রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।সায়দার রহমান পাবনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার বাড়ি একই ইউনিয়নের কাবলীপাড়া গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  জুমার নামাজের কিছুক্ষণ আগে মসজিদের বাইরে অবস্থান করছিলেন সায়দার রহমান। এ সময় কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয় জানার চেষ্টা করছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান খান সুমন জানান, জুমা নামাজের কিছুক্ষণ আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন ছায়দার। এসময় কয়েক দুর্বৃত্ত ছায়দারকে গুলি করে হত্যা করে।

বিএনএ/ ওজি