30 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » ফেনীতে জাতীয় ছাত্র সমাজের পরিচিতি সভা

ফেনীতে জাতীয় ছাত্র সমাজের পরিচিতি সভা

জাতীয় ছাত্র সমাজ ফেনী

ফেনীঃ ফেনীতে জাতীয় ছাত্র সমাজের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা পরিষদের ড.সেলিম আলদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী -৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী জেলা জাতীয় ছাত্র সমাজের নবগঠিত কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইব্রাহিম খান জুয়েল। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান।

জেলা জাতীয় ছাত্র সমাজের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, জেলা কমিটির সদস্য সচিব ফরিদ ইমরান, যুগ্ম- আহবায়ক মিনহাজ মোরশেদ পাটোয়ারী, নজরুল ইসলাম, সদস্য শেখ রায়হান সরন, ওমর বিন তাওরাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান, আবদুল ওয়াদুদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. নুর নবী খোন্দকারসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। ফেনী জেলা জাতীয় ছাত্র সমাজের ৬১ সদস্যের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ম -আহবায়ক ও সদস্যদের পরিচয় করিয়ে দেয় উপস্থিত অতিথিবৃন্দ।

বিএনএনিউজ২৪ডটকম,এবিএম নিজাম উদ্দিন,জিএন

Total Viewed and Shared : 134 


শিরোনাম বিএনএ