17 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম শহরের ১১ থানার কার্যক্রম ফের শুরু

চট্টগ্রাম শহরের ১১ থানার কার্যক্রম ফের শুরু


চট্টগ্রাম : দে‌শের বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামের  ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম ফের শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট২০২৪) সকাল ১১টা থেকে এসব থানায় কার্যক্রম শুরু হয়।

সিএম‌পি সূত্র জানায়, কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হচ্ছে- চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর।

এছাড়াও মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তারা অফিস করছেন।

অন‌্যদি‌কে যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা গে‌লেও সেখানে পুলিশের বসার মতো অবস্থা ছিল না।তাই সিএমপির ৫ থানায় এখনো কার্যক্রম শুরু হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে বন্দরনগরী চট্টগ্রা‌মের অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের  ব্যবহার করা গাড়ি।

সিএমপি কমিশনার মো.সাইফুল ইসলাম গণমাধ‌্যম‌কে  বলেন, ১৬ থানার মধ্যে ১১ থানার কার্যক্রম শুক্রবার সকাল  থেকে শুরু হয়েছে। সিএমপির ৫ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে পুলিশের বসার মতো অবস্থা ছিল না। তাই সিএমপির ৫ থানায়  কার্যক্রম শুরু কর‌তে আরও কিছু দিন সময় লাগ‌বে ।

চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে বর্তমানে ১৬টি থানা রয়েছে; এগুলো হলো:

চান্দগাঁও

বন্দর থানা

ডবলমুরিং থানা

কোতোয়ালী থানা

পাহাড়তলী থানা

পাঁচলাইশ থানা

বায়েজিদ বোস্তামী থানা

পতেঙ্গা থানা

হালিশহর থানা

খুলশী থানা

বাকলিয়া থানা

কর্ণফুলি থানা

চকবাজার থানা

আকবর শাহ থানা

সদরঘাট থানা

ইপিজেড থানা

বিএনএ, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ