25 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home »  ইলিয়াস আলীকে পেট ফুটো করে সাগরে ডুবিয়ে দিয়েছে জিয়া?

 ইলিয়াস আলীকে পেট ফুটো করে সাগরে ডুবিয়ে দিয়েছে জিয়া?


২০১১ সালের মধ্যবর্তী সময় ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে সিলেটে জোরালো আন্দোলন দানা বাঁধে ইলিয়াস আলীর নেতৃত্বে। আঞ্চলিক ইস্যুতে সেই আন্দোলন অতীতে কমই দেখা গেছে। এছাড়া তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। তারই জের ধরে সিলেট-২ আসনে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহরণের শিকার হন ।

YouTube player

ওই সময় ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় বিশ্বনাথ উপজেলায়, যে হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন। বিএনপির অভিযোগ, তাঁকে আওয়ামী লীগ সরকারের লোকজন গুম করেছে।

গত ৫  আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপরদিন ৬ আগষ্ট সন্ধ্যায় ৮ বছর পর ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত আয়না ঘর বেরিয়ে আসেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) এরপর দিন দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর গত ৭ আগষ্ট মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

অনেকে মনে করেন ‘গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলী কথিত আয়না ঘরে আটক আছেন। ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্বনাথ ও ওসমানী নগর উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি হয়েছে। এ দুই উপজেলা নিয়ে সিলেট-২ সংসদীয় আসন গঠিত। এখানকার সংসদ সদস্য ছিলেন ইলিয়াস আলী।  পুলিশের এক সাবেক এসআই দাবি করেছেন ইলিয়াস আলীকে হত্যার পর তার পেট ফুটো করে পতেঙ্গা সৈকতে ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান।

প্রসঙ্গত, তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগষ্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এই অবস্থায় গত ৬ই আগষ্ট সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি দেয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

পরদিন ৭ই আগষ্ট ভোররাতে এমিরেটস ফ্লাইট ৫৮৫ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিধি বাম । ফ্লাইটিকে রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।

ইলিয়াস আলী সর্ম্পকে বিস্ফোরক তথ্য প্রদান করা র‌্যাবে এক সময় চাকুরি করা পুলিশের এসআই মাসুদ রানা এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন। তিনি পুলিশের বিভিন্ন অপকর্মের বর্ণনা দেন এবং পুলিশ ও র‌্যাবে  গুম খুনকারিদের সবাইকে বিচারের আওতায় আনার পাশাপাশি পুলিশ ও র‌্যাবে সংস্কারের দাবি জানান।

সৈয়দ সাকিব

Loading


শিরোনাম বিএনএ