17 C
আবহাওয়া
৬:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » হাঁটু পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবি শিক্ষার্থীদের

হাঁটু পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবি শিক্ষার্থীদের


বিএনএ, বরিশাল: বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে হাঁটু পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যেগে কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গত সোমবার থেকে টানা দুদিনের ভারী বর্ষণে কলেজ ক্যাম্পাসে জলবদ্ধতা সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেনেজ সমস্যার কারণে বিএম কলেজ ক্যাম্পাসে জলবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এতে ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা দুর্ভোগে আছেন। এক ভবন থেকে আরেক ভবনে যেতে হাঁটু পানি পাড়ি দিতে হয়।

তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে ক্যাম্পাসে মশার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সামাধানে কলেজ প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া আহ্বান জানান বক্তারা।

ছাত্রফ্রন্ট নেতা হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিজন সিকদার, সাইফুল ইসলাম, মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ