25 C
আবহাওয়া
৪:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৩ জন নতুন রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮০ জন এবং অন্যান্য বিভাগে ৭৬ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ৩ হাজার ৩১৬ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে ৫৩০ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯৪৫ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৫০১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৪৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ