15 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে খালের পানিতে ভাসমান অবস্থায় ২৮ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ৭ আগস্ট ) নগরীর বাকলিয়া থানাধীন ফইল্যারপুল চাক্তাই খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের ডান চোখের উপরে কপালে রক্তাক্ত কাটা দাগ রয়েছে। শরীর ফুলা ও পচন ধরেছে। দুই-তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ফইল্যারপুল চাক্তাই খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ( জন সংযোগ ) মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য মৃতদেহ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিমের পরিচয় শনাক্তে বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ