বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ২৪৫ জন। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন।
সোমবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৭ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও রাজশাহী বিভাগে ১০ জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
বিএনএনিউজ/এইচ.এম।