27 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনা: বিভিন্ন জেলায় ১৩৯ জনের মৃত্যু

করোনা: বিভিন্ন জেলায় ১৩৯ জনের মৃত্যু

করোনা: বিভিন্ন জেলায় ১৩৯ জনের মৃত্যু

বিএনএ ডেস্ক: দেশের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মারা গেছে ৮১ জন। রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের ১১জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত ছিলেন বাকি ৪ জনের  উপসর্গ ছিল।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন ও চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের দুটি আরটিপিসিআর ল্যাবে ৩৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যাদের মধ্য ৯৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে যা ২৭ দশমিক ২৪ শতাংশ।

হাসপাতালে কমেছে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মাত্র ৪২ জন। আর হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৫১৩টি শয্যার মধ্য ৩৯৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০১ জন। এ পর্যন্ত জেলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ১০৩ জন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো.ফজলুর রহমান জানান, নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে, পঞ্চগড় সদর উপজেলায় ২১ জন, তেঁতুলিয়া উপজেলায় ৪ জন, আটোয়ারী উপজেলায় ৬ জন, বোদা উপজেলায় ১ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৬ জন।

বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছে আরও ৯৬ জন।

সোমবার বেলা ১২টার দিকে এ তথ্যনিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মৃতদের মধ্যে সাত জন বগুড়া জেলার এবং বাকি তিন জন অন্য জেলার।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ৯৬ জনের মধ্যে সদরে ৫৯, শাজাহানপুরে ১০, শেরপুরে সাত, কাহালুতে পাঁচ, গাবতলীতে চার, দুপচাঁচিয়ায় চার, নন্দীগ্রামে তিন, ধুনটে তিন ও শিবগঞ্জে একজন শনাক্ত হয়েছেন।এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮০৫ জন। মারা গেছেন ৬০৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৮ জন। এখনও চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৪৭ জন।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ও ৫ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১১৭ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫১ জন উপসর্গ নিয়ে মোট ১৬৮ জন ভর্তি রয়েছেন।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। ১৫ জনের মধ্যে বরিশালের ১০ জন, ঝালকাঠীর ৩ জন পটুয়াখালীর একজন ও মাদারীপুরের একজন রয়েছেন।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনা ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন ।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১৩ জনের। যাদের ৫ জন নগরীর বাকি ৮ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫০৭ জন। এরমধ্যে ৩৭৪ জন নগরীর ও ১৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ২৮ জনে। এর মধ্যে ৬৭ হাজার ২৬৮ জন নগরীর বাসিন্দা ও ২৩ হাজার ৭৬০জন বিভিন্ন উপজেলার। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।সবাই জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সঙ্গে জেলায় ৬০২ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ৩৬ দশমিক ৭১ শতাংশ।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, এই ৭ জনের মধ্যে করোনা পজিটিভে ১ জন এবং অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ১২ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২০০ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ শতাধিক।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন।

তিনি বলেন, করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জরিনা বেগম (৩৫), হামিদা বেগম (৬১), তাপস (৬২), গফরগাঁওয়ের রুবেল (৪০), রিয়াজুন্নাহার (৭৫), ত্রিশালের মুরশিদা (৫০), মুক্তাগাছার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫), পূর্বধলার ফরিদা (৫৩)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), হাজী দেওয়ান (১০১), মুক্তাগাছার ইউসুফ আলি (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০),গাজীপুর শ্রীবর্দীর তাসলিমা (২৫) ও সিরাজগঞ্জ সদরের ফজলু (৫০)।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২০ জন ভর্তি হন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

এছাড়া, কুমিল্লায় ১৬ জন, কি‌শোরগ‌ঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর কি‌শোরগঞ্জ, নাটোর ও পাবনায় ২ জ‌ন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ