29 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে তৃতীয়দিনের মত কোটাবিরোধী বাংলা ব্লকেড কর্মসূচি পালন

ববিতে তৃতীয়দিনের মত কোটাবিরোধী বাংলা ব্লকেড কর্মসূচি পালন

ববিতে তৃতীয়দিনের মত কোটাবিরোধী বাংলা ব্লকেড কর্মসূচি পালন

বিএনএ, ববি: দেশব্যাপী চলমান কোটা আন্দোলনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যানচলাচল স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে আবাসিক হল ও লাইব্রেরি প্রদক্ষিণ করে মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মত বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের মাধ্যমে আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা।

মশাল মিছিল নিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম বলেন, আমাদের একদফা এক দাবি সারাদেশে সরকারি চাকরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক যত কোটা আছে সকল কোটাকে বাতিল করতে হবে। আমাদের দাবি যতদিন মেনে না নেওয়া হবে ততদিন আমরা মাঠে থাকবো।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ